বিনোদন

বাপ্পার ব্যান্ডের প্রথম অ্যালবাম সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ

প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী আর বাপ্পা মজুমদার মিলে গড়ে তুলেছিলেন গানের দল ‘দলছুট’। তাদের বেশ কিছু গান জনপ্রিয়তাও পেয়েছিল। কিন্তু মৃত্যুর অমোঘ নিয়মে অকালেই পৃথিবী ছেড়ে চলে যান সঞ্জীব চৌধুরী। তারপর থেকে প্রিয় গানের সঙ্গীর জন্ম ও মৃত্যুর দিবসগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাপ্পা।সেই ধারাবাহিকতায় আগামী ২৫ ডিসেম্বর, শুক্রবার সঞ্জীব চৌধুরীর জন্মদিনে তাকে উৎসর্গ করে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বাপ্পা মজুমদারের ব্যান্ড ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’। এই অ্যালবামের নাম ‘বেনানন্দ’। আগামীকাল বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কোনো একটি রেঁস্তোরায় অ্যালবামটি প্রকাশ হবে বলে জানালেন বাপ্পা মজুমদার। ‘বেনানন্দ’ অ্যালবামটি প্রকাশ করছে জিরোনা বাংলাদেশ। এটি সারাদেশে পাওয়া যাবে ১ ডিসেম্বর থেকে।ব্যান্ডের সদস্যদের পাশাপাশি এতে উপস্থিত থাকবেন অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জিরোনা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও এমকে গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, নাট্যব্যক্তিত্ব শংকর সাঁওজাল, সংগীত পরিচালক পার্থ মজমুদার, রবি আজিয়েটার জেনারেল ম্যানেজার ফয়সাল মাহমুদসহ অনেকে।তিনি আরো জানান, বেনানন্দ হবে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ডের প্রথম স্টুডি অ্যালবাম। এটি সাজানো হয়েছে ৮টি লোক গান দিয়ে। লালন, রাধারমন, হাছন রাজা, মন মোহন দত্তের গানগুলো নতুন সংগীতায়োজনে গেয়েছেন বাপ্পা। অ্যালবাম প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘ব্যান্ডের প্রথম অ্যালবাম বলে এটি নিয়ে আমাদের অনেক ভাবতে হয়েছে। অ্যালবামের বিশেষত্ব হলো সবগুলো গানই ম্যানুয়ালি বাজানো। যার ফলে সাউন্ডেও নতুনত্ব এসেছে। আশাকরি সবার ভালো লাগবে।’এদিকে গত ১ নভেম্বর থেকে রবি রেডিওতে (৮০৮০৬ ডায়াল করে) এক্সক্লুসিভলি শোনা যাচ্ছে অ্যালবামের গানগুলো।বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের সদস্যরা হলেন- বাপ্পা মজুমদার (ভোকাল, গিটার ও দলনেতা), সোহেল আজিজ (কী-বোর্ড), জন শার্টন (বেজ), মামুস (গিটার), ডানো (ড্রামস) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)। এলএ

Advertisement