লাইফস্টাইল

১০ সেকেন্ডের চুম্বনে ৮ কোটি ব্যাকটেরিয়া

যখন তখন সঙ্গীর ঠোঁটে ঠোঁট মিলিয়ে ভালবাসা জানাচ্ছেন, কিন্তু জানেন কি? সেই চুম্বনে রয়েছে ব্যাকটেরিয়া। মাত্র ১০ সেকেন্ডের চুম্বনে আপনার শরীরে ঢুকছে ৮ কোটি ব্যাকটেরিয়া! অবাগ কারার মত তথ্য হলেও এটাই সত্যি। সম্প্রতি মাইক্রোপিয়া মিউজিয়াম ও নেদারল্যান্ডসের অর্গানাইজেশন ফর অ্যাপ্লায়েড সায়েন্টিফিক রিসার্চ সংস্থার গবেষণায় এ তথ্য জানিয়েছে।গবেষণায় আরও জানানো হয়েছে, দিনে অন্তত ৯ বার চুম্বন করেন এমন ব্যক্তির শরীরেও প্রবেশ করছে সমপরিমান ব্যাকটেরিয়া। ২১ জোড়া দম্পতির চুম্বন সংক্রান্ত এক সমীক্ষা চালিয়েছেন বলে জানিয়েছেন এই রিসার্চ সংস্থাটি। তাতেই এই তথ্য উঠে এসেছে।সমীক্ষায় দম্পতিদের চুম্বনের সময়কার আচরণ, দিনে গড়ে কতবার উষ্ণ চুম্বন করেন, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর লিখতে বলা হয়। তারপর সমীক্ষকরা ওই দম্পতিদের মুখের লালা সংগ্রহ করেন। তাদের জিভের রসে, লালায় লেগে থাকা জীবানুর গঠন পরীক্ষা করতেই লালা নেওয়া হয়। তাতে দেখা যায়, প্রেমিক-প্রেমিকারা যখন ঘনিষ্ঠ হয়ে ঠোঁটে ঠোঁট চেপে বেশি চুম্বন করেন, তাদের লালা থেকে উৎসারিত হয় একই রকমের জীবানু। গড়ে দিনে অন্তত ৯ বার চুম্বন হলে দম্পতিদের লালারস থেকে ব্যাকটেরিয়া সংক্রামিত হয় পরস্পরের শরীরে।এ ব্যাপারে নেদারল্যান্ডসের গবেষণা দলটির প্রধান রেমকো কোর্ট বলেছেন, পুরো জিভে জিভ ঘষে গভীর চুম্বন ও তা থেকে বেরনো লালারসের আদানপ্রদান মানুষের একটা অভিনব ভালবাসার কায়দা। আমরা দেখতে চেয়েছিলাম প্রেমিকযুগল কতটা মুখে মুখে ব্যাকটেরিয়া দেওয়া নেওয়া করে। দেখা যাচ্ছে, যত বেশি চুম্বন, তত ব্যাকটেরিয়া আদানপ্রদান হয়।মানুষের মুখে বাসা বাঁধে ৭০০-র বেশি রকমের ব্যাকটেকরিয়া, যা চুম্বনের মাধ্যমে সংক্রামিত হয় বলেও সমীক্ষকে জানানো হয়।

Advertisement