শিক্ষা

৪৩তম বিসিএসের প্রিলি: পিএসসিকে সহায়তায় ৫০ কর্মকর্তাকে দায়িত্ব

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনায় সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) সহায়তা দিতে প্রশাসনের ৫০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

এই সহকারী সচিবদের (ক্যাডার বহির্ভূত) সংযুক্তি দিয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।

দায়িত্ব দেওয়া কর্মকর্তারা আবশ্যিকভাবে আগামী ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ওরিয়েন্টেশনের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আয়োজিত ওয়ার্কশপে যোগ দিয়ে কমিশন সচিবালয়ে রিপোর্ট করবেন। আগামী ২৯ অক্টোবর ভোর সাড়ে ৪টার মধ্যে শেরেবাংলা নগরের কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/ইএ/এমএস

Advertisement