অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ঘুরতে গিয়ে জনমানবহীন এলাকায় হারিয়ে যান এক জুটি। ঘটনার বেশ কয়েকদিন পর ১৪ বছর বয়সী মহেশ প্যাটিরিক ও ২১ বছর বয়সী শন এমটিজাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তাদের এভাবে বেঁচে থাকাকে অলৌকিক বলে অভিহিত করেছে দেশটির পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর তারা দু’জনই ভালো আছেন। তবে কয়েক দিন ধরে দুর্গম এলাকায় নিখোঁজ থাকার কারণে তারা বেশ ক্লান্ত ও পানি শূন্যতায় ভুগছেন।
জানা গেছে, গত সোমবার চার ঘণ্টা গাড়ি চালানোর পর তারা একটি দুর্গম এলাকায় পৌঁছান। এরপর হঠাৎ কাদার মধ্যে তাদের গাড়ি আটকা পড়ে। ওই দিন তারা গাড়িতেই রাত কাটান। সকালে ঘুম থেকে উঠে তারা পাহাড়ের দিকে হাঁটতে থাকেন। তারা বুঝতেই পারছিলেন না যে এটা ভুল পথ। তারা ভেবেছিলেন এ পথে গেলে কাছেই কোনো মহাসড়কে পৌঁছাবেন। পরে তারা কোনো পথের সন্ধান না পেয়ে পাহাড়েই রাত্রিযাপন করেন। এরপর দুজন দুদিকে হাঁটতে হাঁটতে হারিয়ে যান।
এ ঘটনার পর উদ্ধার অভিযানে নামে পুলিশ। প্রথমে তারা মহেশকে শুক্রবার উদ্ধার করতে সক্ষম হয়। পরে মহেশের দেওয়া তথ্যানুযায়ী তল্লাশি চালিয়ে ইমটিজাকে উদ্ধার করা হয়।
Advertisement
দেশটির উত্তরাঞ্চলীয় পুলিশের ভারপ্রাপ্ত কমান্ডার কার্স্টেন এঙ্গেলস বলেন, তাদের কাছে মঙ্গলবার পর্যন্ত খাবার পানি ছিল। সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কেউ এ ধরনের দুর্ঘটনার কবলে পড়লে যেন গাড়িতেই অবস্থান করেন।
এমএসএম/টিটিএন/এএসএম