বহুল আকাঙ্খিত ইতালি আওয়ামী লীগের সম্মেলনের তারিখ স্থগিত ঘোষণা করা হয়েছে। ১৬ অক্টোবর সন্ধ্যায় তফসিল ঘোষণা করার কথা থাকলেও তা আর হয়নি।
Advertisement
সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউরোপ সফরে আসার কথা রয়েছে। ফলে এ সময়ের মধ্যে সম্মেলন করা সম্ভব নয়। নেতাকর্মীরা শেখ হাসিনার কর্মসূচিতে অংশগ্রহণসহ নানা বিষয় চিন্তা করে ইতালি আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। শুধুমাত্র নেত্রীর আগমন উপলক্ষে সম্মেলন আপাতত স্থগিত বলে জানানো হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া বলেন, ইতালিসহ ইউরোপের সব দেশের নেতারা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সমবেত হবেন। তাই এসব বিষয় বিবেচনা করে সম্মেলন স্থগিত করা হয়েছে। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতালি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ১৬ অক্টোবর দিনব্যপী আলোচনা করার পর তারা সম্মেলনে অংশগ্রহণের ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করেন।
Advertisement
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি, ব্যবসায়ী জসিম উদ্দিন জসিম। সম্মেলন প্রস্তুতি কমিটিকে আশ্বস্ত করে তিনি বলেন, শিগগিরই সম্মেলনের নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে।
এমআরএম/জিকেএস