দেশজুড়ে

শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা শাবকের জন্ম হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) ভোরে শাবকটির জন্ম হয়।

Advertisement

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন খান বলেন, নতুন জন্ম নেওয়া শাবকটি পুরুষ। এ পার্কে এর আগে ১৪ পুরুষ জেব্রা ছিল। ১৬ মাদিসহ এখানে বর্তমানে ৩১ জেব্রা রয়েছে।

তিনি আরও বলেন, জেব্রাদের প্রধান খাবার ঘাস। আফ্রিকান এ জেব্রা পুরুষ চার ও মাদি তিন বছরে প্রজননের উপযোগী হয়। প্রাকৃতিক পরিবেশে এরা ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, কয়েকটি পালে জেব্রাগুলো নির্দিষ্ট এলাকায় ঘুরে বেড়ায়। পরিবেশ, খাদ্য ও নজরদারির কারণে এখানকার জেব্রার পরিবার ক্রমেই বড় হচ্ছে।

Advertisement

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম