বিশেষ প্রতিবেদন

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সরগরম ফেসবুক

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে বাংলাদেশ সরকার। যার ছোঁয়া পাওয়া গেল আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণাতেও। ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যান পেইজ খুলে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন।মনোনয়নপত্র দাখিলের পর থেকে বিভিন্ন জায়গায় জনসংযোগ ও সভার ছবি পোস্ট করে ভোট চাইছেন তারা। তুলে ধরছেন উন্নয়নের ফিরিস্তি কিংবা নির্বাচিত হওয়ার পর নানা প্রতিশ্রুতিও। আর এতে সাড়া দিয়ে পড়ছে শত শত লাইক ও কমেন্টস। অনেক ভোটার ভার্চুয়াল জগতে প্রার্থীর কাছে তাদের চাওয়া-পাওয়ার কথাও জানিয়ে দিচ্ছেন।মঙ্গলবার কথা হয় ঠাকুরগাঁও পৌর এলাকার ভোটার স্থানীয় ব্যবসায়ী আবদুল হাইয়ের সঙ্গে। তিনি বলেন, ফেসবুকে অনেকেই প্রচারণা চালাচ্ছেন। ছবি আর পোস্টার দিয়ে নিজের পক্ষে ভোটও চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।ঠাকুরগাঁও পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিনা আক্তারের সমর্থকরা তার নামে ফেসবুকে একটি পেজ খুলেছেন। ‘মেয়র পদে তাহমিনা আক্তার মোল্লার সমর্থক’ নামে পেজটিতে এ পর্যন্ত ৬৫৬টি লাইক পড়েছে। এখানে তার নির্বাচনী প্রচারণার ছবি ও সভার শিডিউল পোস্ট করা হয়েছে।সেখানে মেয়র প্রার্থী তাহমিনা আক্তারের নির্বাচনী প্রচারণার একটি ছবি পোস্ট করেছেন তার সমর্থক এসকে জন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা তার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় জনসংযোগ করেছেন।’ ছবিতে বেশ কয়েকজন কমেন্টসও করেছন, দিয়েছেন লাইকও।এছাড়া নির্বাচনকে ঘিরে তাহমিনা আক্তার মোল্লা ও মির্জা ফয়সল আমিন পুরো কর্মসূচি ও পোস্টার ফেসবুক পেজে পোস্ট করে ভার্চুয়াল জগতের ভোটার-সমর্থকদের কাছে টানার চেষ্টা করছেন তারা।একটি ছবিতে সোহান রহমান নামে মুক্তিযোদ্ধার সন্তান লেখেন, আমরা তার সঙ্গে আছি, থাকবো।স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক ফারজানা বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ফেসবুক বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে ফেসবুকে বিভিন্ন ছবি-পোস্ট দেখে অনেকে আবার প্রাথী-সমর্থকদের নিয়ে হাস্যরসেও মেতে উঠছেন। মেহেদী হাসান লিখেছেন, নেতা আর কর্মী অনেক সুন্দর।অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের সমর্থকরাও পেজ খুলেছে।৫ নম্বর ওয়ার্ডের ভোটার ও মির্জা ফয়সল আমিনের সমর্থক কামাল হোসেন নামে এক ফেসবুক ইউজার লিখেছেন, ‘ফয়সল ভাই এগিয়ে চল , আমরা আছি তোমার পিছে।’ অনেকে শুভ কামনা জানিয়েছেন তাকে।৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজছাত্র আলম বলেন, তথ্য প্রযুক্তিতে যেহেতু দেশ অনেক এগিয়েছে তাই নির্বাচনী প্রচারণাতেও এটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে হয়।আগামী ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও পৌর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপিসহ দুইজন স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন। আর কাউন্সিলর প্রার্থী আছেন ৫৩ জন। সংরক্ষিত নারী আসনে প্রার্থী রয়েছেন ১৪ জন।১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৯৩০। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৩৩৮ এবং নারী ভোটার রয়েছেন ২৬ হাজার ৪৪৫ জন। এসএস/এআরএস/এমএস

Advertisement