অনিক আয়োজিত গঙ্গা যমুনা নাট্য উৎসবে অংশ নিতে কলকাতায় যাচ্ছে ঢাকার জনপ্রিয় নাট্যদল লোক নাট্যদল। সেখান তারা দর্শক নন্দিত নাটক ‘লীলাবতী আখ্যান’র দুটি এবং ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’র একটি প্রদর্শনী করবে। লোক নাট্যদলের ৫০ সদস্যের দলটি আজ বুধবার, ২৩ ডিসেম্বর কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এই উৎসব শেষে দলটি ঢাকায় ফিরবে ২৯ ডিসেম্বর।এদিকে জানা গেছে, কলকাতার নজরুল শতবার্ষিকী সদন মঞ্চ, মধ্যম গ্রামে আগামীকাল বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গঙ্গা-যমুনা নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় মিউনিসিপ্যালিটি’র চেয়ারম্যান এবং উদ্বোধন করবেন লোক নাট্যদলের অধিকর্তা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এছাড়া সম্মানীত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট নাট্য নির্দেশক জনাব বিভাস চক্রবর্তী।শুক্রবার, ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০মিনিটে নজরুল শতবার্ষিকী সদন মঞ্চ, মধ্যম গ্রামে লোক নাট্যদলের ‘লীলাবতী আখ্যান’ নাটকের প্রথম প্রদর্শনী হবে। পরে বিরাটি সাধারণ পাঠাগার সংলগ্ন মঞ্চে শনিবার, শনিবার, ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ‘লীলাবতী আখ্যান’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। ধারাবাহিকতায় রোববার, ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিরাটি সাধারণ পাঠাগার সংলগ্ন মঞ্চে ‘সোনাই মাধব’ নাটকের প্রদর্শনী হবে।এলএ
Advertisement