টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড়। রোববার (১৭ অক্টোবর) উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় মাছ বাজারে ২৫ হাজার টাকায় বাঘাইড়টি বিক্রি হয়।
Advertisement
এর আগে শনিবার রাতে উপজেলার গাবসারার কালিপুর গ্রামের ইব্রাহীম মিয়া যমুনা নদীতে জাল ফেললে বাঘাইড়টি ধরা পড়ে।
এ বিষয়ে আড়তদার ইসমাইল হোসেন জানান, বাঘাইড়টি ওই জেলের কাছ থেকে ২৩ হাজার টাকায় ক্রয় করি। পরে ২৫ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয় এক শিক্ষকসহ কয়েকজন মিলে মাছটি কিনে ভাগ করে নেন।
শিক্ষক আব্দুল লতিফ তালুকদার জানান, এতো বড় মাছ খুবই কম পাওয়া যায়। মাছ বাজার থেকে কয়েকজনে মিলে সেটি কিনে ভাগ করে নিয়েছি।
Advertisement
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস