স্বাস্থ্য

একদিনে টিকা নিলেন আরও পৌনে ৭ লাখ মানুষ

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় লাখ ৬৯ হাজার ৫৭৩ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৭৮ জনে।

Advertisement

এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৫৭০ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০৮ জন।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে টিকা নেওয়া ছয় লাখ ৬৯ হাজার ৫৭৩ জনের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন চার লাখ ২৮ হাজার ১৬ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৪১ হাজার ৫৫৭ জন।

প্রথম ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ দুই লাখ ছয় হাজার ৫৮২ জন ও নারী দুই লাখ ২১ হাজার ৪৩৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৫৫৭ জন এবং নারী রয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৪৯ জন ও নারী এক লাখ ১৫ হাজার ৯০৮ জন।

Advertisement

রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আজ (১৭ অক্টোবর) টিকা পেতে পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ২৯১ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৭১৩ জন ও পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেন সাত লাখ ৫২ হাজার ৫৭৮ জন।

এমইউ/এমকেআর/জিকেএস

Advertisement