দেশজুড়ে

ভর্তি পরীক্ষা দিলো যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বন্দি’ থাকা এক ভর্তিচ্ছুকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

Advertisement

রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারাধীন ওই কিশোর যবিপ্রবির ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়।

যবিপ্রবি সূত্র জানায়, চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। আদালতের নির্দেশে ভর্তি পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যবিপ্রবি সুযোগ দেয়।

বেলা ১১টার দিকে তাকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে যবিপ্রবিতে আনা হয়। এসময় পুলিশ সদস্যরা তার নিরাপত্তা দেন। পরীক্ষা শেষে তাকে আবার শিশু উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাওয়া যাওয়া হয়।

Advertisement

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, ভর্তি পরীক্ষার নীতিমালা মেনেই তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল। কক্ষের বাইরে আলাদা পুলিশ মোতায়েন ছিল।

মিলন রহমান/আরএইচ/জেআইএম