স্বাস্থ্য

করোনা শনাক্তের হার আরও কমলো

দেশে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার নেমে এসেছে ১ দশমিক ৭৪ শতাংশে। এ সময়ে সারাদেশের ৮৩১টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩০০টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৩১৪ জন রোগী শনাক্ত হয়।

Advertisement

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশে করোনা রোগী শনাক্তের হার টানা চার সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকলে সে দেশকে অনেকটাই করোনা ঝুঁকিমুক্ত বলা যায়। সে হিসেবে চার সপ্তাহের বেশি সময় ধরে দেশে করোনা রোগী শনাক্তের ৫ শতাংশের নিচে রয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। এর আগের দিন (১৫ অক্টোবর) শনাক্তের হার ছিল ২ দশমিক শূন্য ৯ শতাংশ।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। রোববার (১৭ অক্টোবর) পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ৯৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনের করোনা শনাক্ত হয়।

Advertisement

১৭ অক্টোবর পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সম্পর্কিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১২ এবং বেসরকারি হাসপাতালে ৪ জন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৬৮ জনে।

এমইউ/এমএইচআর/জেআইএম

Advertisement