করোনাভাইরাস সংকটে কাতারে বসবাসরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী বিতরণে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়েছে।
Advertisement
বাংলাদেশ দূতাবাসের স্বীকৃতি সম্মাননা সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে থেকে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের গণসংবর্ধনা সম্মাননা দিয়েছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার।
স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মামুন।
উদযাপন কমিটির আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন সভাপতিত্বে কোরআন থেকে তেলোওয়াত করেন নুরে আলম জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী মো. শামীম।
Advertisement
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর হাত থেকে আগত অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।
গণসংবর্ধনা ও সম্মাননা স্মারক পাওয়া ব্যক্তিরা হলেন- যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া, জসীম উদ্দিন দুলাল, এ কে এম আমিনুল হক, হাজী মো. বাসার সরকার, আবুল কাসেম, মাহবুব রহমান চৌধুরী বাবু, মোহাম্মদ নজরুল ইসলাম, এম এম নুরু, ইঞ্জিনিয়ার মো. জাহেদুল ইসলাম, এবিএম দিদারুল আলম আরজু, মোল্লা মোহাম্মদ রাজ রাজিব, শাহ আলম খান, মোহাম্মদ রিপন মিয়া, সাইফুর রহমান সবুজ, মাসুদ রানা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহামারি করোনাভাইরাসের শুরুর দিকে প্রতিটি মানুষ ভয় ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করেছেন। এতে মানুষ একে অপর থেকে দূরে সরে গিয়েছিল। এছাড়া পুরো পৃথিবী একধরনের ভয়ানক ঝুঁকিতে ছিল।
অনেকে তাদের পরিবার ও আত্মীয়-স্বজন হারিয়েছেন। তবে এখন করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় পুরো পৃথিবী পুনরায় শান্তির পথে ফিরে এসেছে।
Advertisement
এমআরএম/জেআইএম