দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরা সাবই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

Advertisement

রোববার (১৭ অক্টোবর) সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের সদরের নুর ইসলাম (৬০), ধোবাউড়ার মনিরা আক্তার (২৪), নেত্রকোনার দুর্গাপুরের হাজেরা খাতুন (৪৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৬ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

Advertisement

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬৮টি নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম