জাতীয়

২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন আরও ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জন

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জন টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন।

Advertisement

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহণকারী মোট ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জনের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ২৩ জন ও দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতা ১ লাখ ৭২ হাজার ৭২৭ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৯১২ জন ও নারী ১ লাখ ৫৩ হাজার ৬৯৬ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯১ হাজার ২৮০ জন ও নারী ৮১ হাজার ৪৪৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

Advertisement

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

আজ পর্যন্ত দেশে টিকা নিতে মোট নিবন্ধনকারীর সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৫২৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২০৬ জন নিবন্ধন করেছেন।

এমইউ/এমআরআর

Advertisement