ধর্ম

খাওয়ার শেষে দস্তরখান উঠানোর দোয়া

মানুষের জীবনধারণকে সুন্দর এবং পরিচ্ছন্ন করতে কুরআন-হাদিসে মানুষের কল্যাণে এমন কোনো বক্তব্য বাদ পড়েনি যা আলোচনা করা হয়নি। খাওয়া দাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া সুন্নাত। যাতে কোনো খাবার অপচয় বা নষ্ট না হয়। তাই খাবার শেষে দস্তরখান উঠানোর সময়েও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্যাণের জন্য দোয়া করতেন। দোয়াটি তুলে ধরা  হলো-হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দস্তরখান উঠাতেন, তখন বলতেন-উচ্চারণ- আলহামদু লিল্লাহি হামদান কাছিরান ত্বাইয়্যিবাম মুবারাকান ফিহি গাইরা মাকফিয়্যিন ওয়া লা মুওয়াদ্দাইন ওয়া লা মুসতাগনান আনহু রাব্বানা। (বুখারি, মিশকাত)অর্থ : পবিত্র ও বরকতময় আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তার নিয়ামাত হতে মুখ ফিরানো যায় না এবং এর প্রয়োজন থেকেও মুক্ত থাকা যায় না। তাহলে তার পূর্বের গোনাহ সমূহ মাফ করে দিবেন।এমএমএস/এমএস

Advertisement