ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছার আবুল হোসেন (৫০), হালুয়াঘাটের জামাল (৬০), জামালপুর বকশীগঞ্জের জলি সাহা (৫৮) ও করোনায় মারা যাওয়া একমাত্র ব্যক্তি হলেন ময়মনসিংহের ফুলপুরের আজিম উদ্দিম (৬০)।
তিনি আরও জানান, আইসিইউতে ৫ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৯ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
Advertisement
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫২টি নমুনা পরীক্ষায় ৪ জন করোনা শনাক্ত হন।
মঞ্জুরুল ইসলাম/জেএইচ/জিকেএস