পরামর্শপরামর্শ শক্তি বাড়ায়।– হযরত আলীঅভিজ্ঞজনের পরামর্শ নেওয়া ভালো।– ইমার সনপরামর্শ বুদ্ধিকে পরিপক্ক করে।– ড্রাইডেনশত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার পরামর্শ নিও না।–স্যার জন উইলঘটপরামর্শ মানুষের কাজে বলিষ্ঠতা আনায়ন করে।–ভার্জিলবচনযেমনি বুনো ওল,তেমনি বাঘা তেঁতুল।অর্থ : দুষ্টকে দমন করতে অধিকতর দুষ্টের প্রয়োজন। এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস
Advertisement