আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।
Advertisement
রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১৫ অক্টোবর) প্রজ্ঞাপনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেনের মৃত্যুজনিত কারণে আন্তর্জাতিক অপরাধ ক্রাইমস (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ এর ধারা ৬ (৪) এর বিধান মোতাবেক সরকার সদস্য পদটি শূন্য ঘোষণাসহ পদটিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলমকে নিয়োগ দিয়েছে।
ড. কে এম হাফিজুল আলম ২০০২ সালের ২৯ জানুয়ারি জেলা জজ আদালতে, ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালের ২৯ মার্চ আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন।
Advertisement
চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের সদস্য ছিলেন বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার। এর মধ্যে ২৪ আগস্ট বাধক্যজনিত কারণে মারা যান বিচারপতি আমির হোসেন। এরপর এতদিন বন্ধ ছিল বিচার প্রক্রিয়া। বিচারক নিয়োগ হওয়ার ফলে এখন থেকে চালু হলো ট্রাইব্যুনাল।
এফএইচ/এমএএইচ/এএসএম