আন্তর্জাতিক

ভারতের বর্ষসেরা ব্যক্তিত্ব গরু

ভারতে ইয়াহু’র ‘পার্সোনালটি অব দ্য ইয়ার-২০১৫’ বা বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে ‘গরু’। চলতি বছর অনলাইনে ভারতীয়দের মধ্যে গরু নিয়েই সর্বাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু মঙ্গলবার এটি ঘোষণা করে। খবর প্রেস টিভি।এক বিবৃতিতে ইয়াহুর ভারত কার্যালয় জানিয়েছে, সবাইকে হটিয়ে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে গরু। এর যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্র সরকারের গরুর মাংস নিষিদ্ধের মধ্য দিয়ে। এই নিয়ে মাঠ থেকে শুরু করে অনলাইনেও বেশ আলোচনা হয়। দেশজুড়ে দেখা দেয় ‘গরুর মাংস বিতর্ক’।বিবৃতিতে আরো বলা হয়, ভারতে গরুর জবাই, মাংস খাওয়া বা রাখার অপরাধে মানুষ হত্যার মতো ঘটনাও ঘটেছে। দেশজুড়ে অসহিষ্ণুতার একটি প্রতীক হয়ে দেখা দেয় ‘গরু’। দেশের রাজনীতিই হয়ে ওঠে ‘গরু’কেন্দ্রিক।পুরো বছরের ঘটনা ফিরে দেখার একটি আয়োজন হলো ইয়াহুর সেরা ব্যক্তিত্ব নির্বাচন। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো আবার স্মরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বা ব্যক্তির জন্য পদক ঘোষণা করা হয়। এএইচ/আরআইপি

Advertisement