খেলাধুলা

বাংলাদেশের ক্ষুদে লেগস্পিনারের বোলিংয়ে মুগ্ধ শচিন

ক্রিকেটে লেগস্পিন মানেই এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য। যুগে যুগে লেগস্পিনারদের কবজির মোচড়ে বিভ্রান্ত হয়েছেন ব্যাটাররা, বিমোহিত হন বিশেষজ্ঞ থেকে শুরু করে আপামর ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

আর সেই লেগস্পিনারের বয়স যদি হয় মাত্র ছয়, তাহলে তা শচিন টেন্ডুলকারেরও নজর কাড়তে বাধ্য। যেমনটা হলো বরিশাল সদরের ছয় বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদের বেলায়।

গত ১০ অক্টোবর ফেসবুকে ভাইরাল হয় সাদিদের লেগস্পিন বোলিংয়ের একটি ভিডিও ক্লিপ। যা পৌঁছে গেছে কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কাছে। ছোট্ট সাদিদের বোলিংয়ে মুগ্ধ ভারতের ব্যাটিং ঈশ্বর।

নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শচিন লিখেছেন, ‘ওয়াও‍! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেলাম। এটি অসাধারণ। খেলাটির জন্য এই ছোট্ট ছেলেটির ভালোবাসা ও প্যাশন এখানে সুস্পষ্ট।’

Advertisement

https://www.facebook.com/watch/?v=3019471494978289

এর আগে গত ১০ অক্টোবর সিরাজুল ইসলাম শুভ নামের বাংলাদেশের এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি নিজের প্রোফাইলে আপলোড করেন। সেখানে তিনি ক্ষুদে স্পিনারের জবানিতে লিখেন, 'এখন অনুশীলনের সময়। আমি প্রতিদিনই শিখছি।'

https://www.facebook.com/sieazulislam.suvo/posts/4547425472004790

অবশ্য এরও আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস নিজের ফেসবুক পেজে একই ছেলের বোলিংয়ের অন্য আরেকটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘নিখাঁদ প্রতিভা। ছেলেটির নাম সাদিদ। তার বয়স ৬। বরিশালে তার বাড়ি। আশ্চর্যজনক প্রতিভা।’

Advertisement

এসএএস/ইএ