দেশজুড়ে

গাইবান্ধায় জনতার মুখোমুখি মেয়র প্রার্থীরা

গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থীদের নিয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনারে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ওই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সনাকের সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। ভোটারদের শপথ বাক্য পাঠ করান সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মাজহার-উল মান্নান। একপর্যায়ে মেয়র প্রার্থীরা একে অপরের হাতে হাত রেখে মঞ্চে দাঁড়ালে উপস্থিত ভোটাররা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। জনতার মুখোমুখি অনুষ্ঠানের আহ্বায়ক উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী একেএম ফেরদৌস আলম, মো. মির্জা হাসান, মো. শহীদুজ্জামান শহীদ, মো. শামছুল আলম, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও অ্যাডভোকেট সরদার রোকনুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার উপকমিটির আহ্বায়ক প্রবীর চক্রবর্ত্তী, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী, শিরিন আকতার প্রমুখ। এরপর ভোটাররা প্রার্থীদের সরাসরি পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা সম্পর্কিত প্রশ্ন করেন। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন। অমিত দাশ/এমএএস/আরআইপি

Advertisement