দেশজুড়ে

কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করলেন বার্নিকাট

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার সকালে পরিদর্শনকালে এনজিও সংস্থা ও সরকারি বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে শরণার্থীদের বিষয়ে আলোচনা করেছেন তিনি। এসময় অনিবন্ধিত ও নিবন্ধিত রোহিঙ্গাদের সঙ্গে উম্মক্ত আলোচনায় শরণার্থীদের অভাব অভিযোগের কথা শুনেন মার্কিন রাষ্ট্রদূত। এ ছাড়াও তিনি রোহিঙ্গাদের সেবাই নিয়োজিত আর্ন্তজাতিক সংস্থা এমএসএফ, হল্যান্ডের হাসপাতাল ও এনজিও সংস্থা এসিএফ এর কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা টলি অলিবার, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পরিচালক অ্যামবার ব্রুকস, যুশহ্যাচস, গ্যাবরিলে বাইসমে, মারকো পেনা, নুসরাত হোছাইন, ইরতাজা এইট, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হক, সহকারী কমিশনার (ভূমি) নুর উদ্দিন মো. শিবলী নোমান, উখিয়া থানা পুলিশের ওসি মো. হাবিবুর রহমান। দুপুরে তিনি কুতুপালং শরণার্থী শিবির থেকে কক্সবাজার যান। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট দুইদিনের বিশেষ সফরে সোমবার কক্সবাজার আসেন। ওইদিন বিকেলে কক্সবাজার সদরের ঝিলংজায় ইউআইএসএআইডির অর্থায়নে নির্মিত বাংলাদেশ সরকারের মানবপাচার রোধে জাতীয় পরিকল্পনা ও বিদেশ গমনের অভিবাসীদের সহায়তা, পুলিশ প্রশিক্ষণ, ভুক্তভোগীদের আশ্রয় প্রদান ও সহায়তা প্রদানকারী প্রকল্প পরিদর্শন করেন। রাতে প্রধানমন্ত্রীর এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম প্রকল্প পরিদর্শন শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

Advertisement