রাজনীতি

সেবক হিসেবে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহ্বান

শাসক হিসেবে নয় বরং সেবক হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। মঙ্গলবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে ৯৪তম ও ৯৫তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।তিনি বলেন, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি কর্মকর্তাকে প্রস্তুত হতে হবে এবং এ লক্ষ্যে কর্মকর্তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসমত আরা সাদেক বলেন, দেশের উন্নয়নে জনগণের সেবা করার সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে। দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তৎপর থাকতে হবে।অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতাকে এ দেশের সাধারণ জনগোষ্ঠীর সেবায় কাজে লাগাতে হবে। নিষ্ঠার সাথে কাজ করলে বাংলাদেশ অতিদ্রুত বদলে যাবে।পাঁচ মাস ব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ।এসকেডি/আরআইপি

Advertisement