স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই চার বিভাগে

দেশে ক্রমেই কমছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দিন দেশের আট বিভাগের মধ্যে বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

Advertisement

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পুরুষ তিনজন ও নারী চারজন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় তিনজন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বাকি চার বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আর ১৪ অক্টোবর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৩৭ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬২৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৩৩ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৫৭৯ জন, বরিশাল বিভাগে ৯৪৩ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৫৮ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬১ জন ও ময়মনসিংহ বিভাগে ৮৩৯ জন মারা গেছেন।

Advertisement

এমইউ/এমএএইচ/জিকেএস