জাতীয়

মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে শনাক্ত ১৪

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ জন। এরমধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৭৪ জনে।

Advertisement

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৯ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ১২ জন এবং উপজেলার দুজন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে চারজন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এএএইচ/এএসএম