হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটে যাত্রীর চাপ বাড়ছেই। আমিরাত সরকারের নির্দেশনা মেনে বিমানবন্দরেই আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে নমুনা দিতে হচ্ছে। পরীক্ষা শেসে সেখান থেকে নেগেটিভ সনদ মিললেই আমিরাতের ফ্লাইটে চড়তে পারছেন যাত্রীরা।
Advertisement
বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পৃথক ১০টি বুথের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ল্যাবরেটরিতে কর্মরত টেকনিশিয়ানসহ কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।
বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্ক সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিমানবন্দরের ল্যাবরেটরিতে আমিরাতগামী তিন হাজার ৩৫৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে মাত্র দুজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাকি তিন হাজার ৩৫৭ জন আমিরাতে ফ্লাইটে ওঠার অনুমতি পান।
গত ২৯ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এর মাধ্যমে আমিরাতগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘন্টা আগে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।
Advertisement
বিমানবন্দরে নমুনা পরীক্ষা শুরুর পর এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১৬ জনের।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন যাত্রীদের নির্দেশনা সঠিকভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করার নিয়ম রয়েছে। ফলে একটু সময় নিয়েই সেখানে যান। তা না হলে গোলমেলে অবস্থার সৃষ্টি হতে পারে।’
এমইউ/এএএইচ/এএসএম
Advertisement