ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সভাপতি হাজী রহিম উল্যাহ এবং তার এপিএস মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট রাজেস চৌধুরীর সোনাগাজী আমলি আদালতে এ মামলা দায়ের করেন এমপির এক আত্মীয়।বাদীপক্ষের আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু সাংসদ হাজী রহিম উল্যার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, পদ্মাসেতু প্রকল্পে চাকরি দেয়ার নাম করে এমপি হাজী রহিম উল্যাহ স্থানীয় বেশ কয়েকজন যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। চাকরি না পেয়ে তারা এমপির কাছে ওই টাকা ফেরত চাইলে এপিএস মাসুদ তাদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখান।ফলে মঙ্গলবার এমপির স্ত্রীর ফুফাতো বোনের স্বামী শহীদুল ইসলাম বাদী হয়ে হাজী রহিম উল্যাহ ও এপিএস মাসুদকে আসামি করে মামলা করেন।জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি
Advertisement