স্বাস্থ্য

একদিনে টিকা নিলেন চার লাখ মানুষ

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চার লাখ পাঁচ হাজার ৭৫৭ জন টিকাগ্রহণ করেছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৬৯২ জনে।

Advertisement

তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩২৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৩৬৫ জন।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় টিকাগ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৫৬১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৯ হাজার ১৯৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৩৩ হাজার ৮০৮ জন ও নারী এক লাখ ৩২ হাজার ৭৫৩ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ৪৮৮ জন ও নারী ৬৫ হাজার ৭০৮ জন।

Advertisement

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এদিকে, টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন মোট পাঁচ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২২১ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৪৮৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে সাত লাখ ২৭ হাজার ৭৩৩ জন।

এমইউ/এএএইচ/এএসএম

Advertisement