আইন-আদালত

অতিরিক্ত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদের ফের রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের প্রতারণার মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ বুধবার (১৩ অক্টোবর) চার দিনের রিমান্ড শেষ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর তেজগাঁও থানার প্রতারণার মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৮ অক্টোবর আব্দুল কাদেরকে গ্রেফতার করে পুলিশ। এরপর পল্লবী থানার একটি মামলায় তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ৭ অক্টোবর ঠিকাদার কনস্ট্রাকশনের মালামাল সরবরাহকারী শেখ আলী আকবর প্রতারণার অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় ২৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন তিনি।

Advertisement

মামলার অপর আসামিরা হলেন- আব্দুল কাদেরের স্ত্রী সততা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ছোয়া এবং ম্যানেজার শহিদুল ইসলাম।

জেএ/কেএসআর/এএসএম