এক দেশের ফুটবলার আরেক দেশের ক্লাবের বিপক্ষে খেলবেন, এক ক্লাবের সাবেক ফুটবলার সেই ক্লাবেরই বিপক্ষে অন্য কোন ক্লাবের হয়ে খেলতে নামবেন- এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আর্জেন্টিনার রিভারপ্লেট সমর্থকরা যা করেছে, তা অতি ঘৃণ্য এবং খুবই জঘন্য একটি কাজ। জাপানের ইয়োকোহামা বিমানবন্দরে মেসিকে হেনস্তা করাই শুধু নয়, তার দিকেও কেউ কেউ থুতু ছিটিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এখনো তোলপাড় ফুটবলবিশ্ব। রিভার প্লেটের প্রেসিডেন্ট রোদোলফো দি’ওনোফ্রিয়ো দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন আগেই। এবার রিভার প্লেটের পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হল। ক্ষমা চেয়ে এক বিবৃতিতে রিভার প্লেট কর্তৃপক্ষ জানায়, `নারিতা বিমানবন্দরে লিওনেল মেসির সাথে ওই ঘটনার জন্য রিভার প্লেট খেলোয়াড় ও বার্সেলোনার কাছে ক্ষমা চাইছে। জাপানের ক্লাব বিশ্বকাপের ফাইনালে জেতার জন্য বার্সেলোনাকে অভিনন্দন জানাচ্ছে রিভার প্লেট।` এমআর/আরআইপি
Advertisement