জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহকে অন্তর্ভুক্ত করে দেশব্যাপী শিগগিরই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা নতুন আঙ্গিকে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ২০১৮ সালের মধ্যভাগ থেকে এটি হবে সম্পূর্ণ সেশনজট মুক্ত। কলেজসমূহের শিক্ষার মান নির্ণয় শিগগিরই র্যাংকিং-এর ব্যবস্থা করা হচ্ছে।তিনি মীরপুরস্থ ঢাকা কমার্স কলেজ-এর বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।উপাচার্য বলেন, ঢাকা কমার্স কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। পড়াশুনার পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও মেধার স্বাক্ষর রেখে আসছে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ।কলেজের গভর্নিংবডির সভাপতি প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবু সাঈদ ও উপাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পরে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি
Advertisement