খেলাধুলা

ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নাসুমের

যুব ক্রিকেটে নিয়মিত মুখ হলেও, জাতীয় দলে নাসুম আহমেদের অভিষেক অনেক দেরিতেই হয়েছে। চলতি বছরের মার্চে ২৬ বছর বয়সে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পান এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। তবে লাল-সবুজদের হয়ে অভিষেকের পরপরই দলের আস্থাভাজন হয়ে উঠেছেন নাসুম। ডাক পেয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ দলেও।

Advertisement

সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর পথে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাসুম। কীর্তি গড়েছেন মাত্র ১০ রানে ৪ উইকেট নেয়ার। বিশ্বকাপের স্পোর্টিং উইকেটেও এখন নিজের পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান নাসুম। চান চ্যালেঞ্জ জিতে যে কোনো উইকেটে ভালো করতে, ‘ভালো তো করতে হবে। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ।’

ভালো করতে চাইলেও আরব আমিরাতের উইকেট সম্পর্কে কোনো ধারনাই নেই নাসুমদের। তবে আইপিএলের সুবাদে জাতীয় দলের দুই সতীর্থ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে পরামর্শ নেয়ার সুযোগ আছে দলের সামনে। নাসুম বলছিলেন, ‘তারা ওখানে অনেকদিন যাবত আছে। ওখানের উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য আমরা উইকেট সম্পর্কে একটা আইডিয়া পাবো।’

বাংলাদেশ প্রথম পর্বের ম্যাচগুলো খেলবে ওমানে। বাছাইপর্বের তিন ম্যাচের ভেন্যুতে গত ৪ অক্টোবরই পা রাখে টাইগাররা। যাতে করে অচেনা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া যায়। নাসুমের মতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া শেষে বিশ্বমঞ্চে নিজেকে জাহিরও করতে হবে, ‘মানিয়ে (কন্ডিশনের সঙ্গে) তো নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ওইরকমভাবে নিজেকে শো‘ও করতে হবে।’

Advertisement

এসএস/আইএইচএস/