ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা করেছে ছাত্রলীগ।
Advertisement
মঙ্গলবার (১২ অক্টোবর) গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে হামলা করে ছাত্রলীগ কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল হক সেন্টু জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বিএনপি। উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি অফিসে বসে নাশকতার পরিকল্পনা করছিলো। এজন্য আমরা তাদের অফিস চালাতে দিবো না। যে কোনো মূল্যে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগ মাঠে আছে।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহমেদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement
এ ব্যাপারে জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, এ হামলার কোনো যৌক্তিকতা নেই। মিথ্যা অভিযোগ বা অজুহাতে এ হামলা করা হয়েছে। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস
Advertisement