জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকে গুরুত্বপূর্ণ শহর রামাদি শহরের মূল কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে দেশটির সরকারি সেনা সদস্যরা। ইরাকের সন্ত্রাসবিরোধী সার্ভিসের মুখপাত্র সাবাহ আল-নুমানি বলেন, সেনাবাহিনী ও বেসামরিক মিলিশিয়ারা বিমান বাহিনীর সহায়তায় রামাদিতে অভিযান শুরু করেছে। প্রধান প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিতে তারা এখন অভিযান চালাচ্ছে। খবর বিবিসির।ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে রামাদি শহরটির অবস্থান। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ এ শহরটি গত মে মাসে আইএসের হাতে পতন ঘটে। গত মাসে সরকারি সেনা সদস্যরা শহরটি ঘিরে ফেলে। সেনাপ্রধান লে. জেনারেল ওথমান আল ঘানেমি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, রামাদিতে তুমুল লড়াই চলছে, আইএসকে শহর থেকে হঠাতে এ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে নুমানি বলেন, প্রধান প্রশাসনিক ভবনের দখল উদ্ধারে মার্কিন নেতৃত্বাধীন বিমান বাহিনী, সুন্নিপন্থী মিলিশিয়া ও সেনাবাহিনী এ অভিযানে অংশ নিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে ইরাকের এই সেনাপ্রধান বলেন, আমরা চারদিক থেকে রামাদি শহরের কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছি। একই সঙ্গে শুদ্ধি অভিযানও চলছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ শহরের দখল নেয়া হবে।দেশটির প্রতিরক্ষামন্ত্রী সোমবার বলেন, ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের চলে যেতে বলা হয়েছে। আর এজন্য গত মাসে বিমান থেকে লিফলেট ফেলা হয়েছে। সম্প্রতি ইরাকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের দখল হারিয়েছে আইএস। গত মাসে ইরাকি কুর্দি যোদ্ধারা উত্তর পশ্চিমাঞ্চলের সিনজার আইএসের হাত থেকে পুনর্দখল নিয়েছে। এদিকে সোমবার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেট ১৪ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।এসআইএস/আরআইপি
Advertisement