মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মা ইলিশ রক্ষায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৫৫ জেলেকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে ৫১ জনকে এক বছর করে কারাদণ্ড ও চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান জানান, সরকারি আদেশ অমান্য করে যারা নদীতে নেমেছেন তাদেরই আইনের আওতায় আনা হয়েছে। জেল দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই সবাই সরকারি আদেশ মেনে নির্ধারিত সময় পর্যন্ত মাছ ধরা থেকে বিরত থাকবেন।
Advertisement
এ কে এম নাসিমরুল হক/আরএইচ/এমএস