চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আমবাগানের কেয়ারটেকার করিম হত্যা মামলার রায়ে ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এক জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। মামলার মোট ৩৯ জন আসামির মধ্যে ২০ জন আসামিকে খালাস প্রদান করা হয়েছে। অপর একজন আসামি বিচার চলাকালীন সময়ে মারা যান। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনিরুল, শান্তিজুল, বায়রুল, আনসার, আনোয়ারুল, সাদেকুল, লাড্ডু, আতাউর, বাক্কার মতিন, জালাল, আলম (১), বায়রুল (২), বকুল, জিয়াউর রহমান, বিসু ও আলম (২)।মামলার বিবরণে জানা যায়, গত ২০১০ সালের ১৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের থানার চককৃত্রি গ্রামের নাইমুল হকের আমবাগানের কেয়ারটেকার করিমকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়। পরে বাগানের মালিক নাইমুল হক বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৫ বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ রায় প্রদান করে। রায় প্রদানের পর সাজাপ্রাপ্ত ১৮ জন আসামিকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি
Advertisement