ভ্রমণ

এই শীতে চাকমা রাজার বাড়ি

রাঙামাটির রাজবনবিহারের পাশেই কাপ্তাই লেকের ছোট্ট একটি দ্বীপজুড়ে রয়েছে চাকমা রাজার রাজবাড়ি। বর্তমানে চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, তার স্ত্রী য়েন য়েন ও মা আরতি রায় এ বাড়িতে থাকেন। চারিদিকে হ্রদ বেষ্টিত এই রাজবাড়ি পুরনো হলেও দেখেতে ও বেড়াতে ভীষণ ভালো লাগে। বৈশিষ্ট্যরাজদরবার, কাচারি, সজ্জিত কামানসহ দেখার মতো অনেক কিছু আছে। উপজাতীয় পোশাকও পাওয়া যায় এখানে। নৌকায় পার হয়ে খুব সহজেই যাওয়া যায় এই বাড়িতে। আঁকা-বাঁকা সিঁড়ি ভেঙে উপরে উঠে গাছের ছায়ায় ইট বাঁধানো পথের মাথায় এ সুন্দর বাড়িটি। এখানে আরো রয়েছে চাকমা সার্কেলের প্রশাসনিক দফতর।কীভাবে যাবেনঢাকা ও চট্টগ্রাম থেকে বাসে রাঙামাটি যাওয়া যায়। সেখান থেকে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের দ্বীপজুড়েই রাজবাড়ি। ঢাকা থেকে বিভিন্ন পরিবহনের দিবা ও নৈশবাস রাঙামাটি আসা-যাওয়া করে। ঢাকার পান্থপথ, কলাবাগান ও ফকিরাপুল থেকে বাস ছাড়ে। চট্টগ্রামের অক্সিজেন মোড় ও বিআরটিসি বাস ডিপো থেকে রাঙামাটির বাস ছাড়ে।কোথায় থাকবেনরাঙামাটি শহরে থাকার অভিজাত স্থানগুলোর মধ্যে পর্যটন মোটেল, হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল, গ্রিন ক্যাসেল ও হোটেল সাংহাই। এ ছাড়া রিজার্ভ বাজার, পুরাতন বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে রয়েছে আবাসিক হোটেল।এসইউ/আরআইপি

Advertisement