জাতীয়

করোনা শনাক্তের হার আরও কমেছে

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের হার সবশেষ ২৪ ঘণ্টায়ও আরও কমেছে। এ সময়ে সরকারি ও বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৫৪৩ জন রোগী শনাক্ত হন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

Advertisement

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন রোগী শনাক্ত হয়। মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৬৪ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭১৩ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

Advertisement

এমইউ/এমআরআর/এমএস