দেশজুড়ে

ধামইরহাটে ২২ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

নওগাঁর ধামইরহাটে ২২ লক্ষ টাকার ভারতীয় কাপড় (প্যান্টের পিচ) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার চককালু- ভারতীয় সীমান্তে কাপড়গুলো আটক করা হলেও এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।ধামইরহাট চকচন্ডি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার বলেন, সোমবার রাতে উপজেলার চককালু মেইন পিলার ২৬২/৬ (এস) এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিলেন। মঙ্গলবার ভোরে চোরাকারবারিরা ওই এলাকা দিয়ে কাপড়গুলো অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। এ সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা কাপড়গুলো ফেলে পালিয়ে যান। তবে সেখান থেকে ২২ লাখ টাকার ২ হাজার মিটার ভারতীয় স্যুট এবং প্যান্টের পিস জব্দ করা হয়েছে। ১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে কাপড়গুলো আইনি প্রক্রিয়া শেষে শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে।আব্বাস আলী/এসএস/আরআইপি

Advertisement