খেলাধুলা

গ্যাংনাম নৃত্যে বিশ্বজয়ের উদযাপন

দক্ষিণ কোরিয়ান শিল্পী সাইয়ের গ্যাংনাম স্টাইল ততদিনে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে। অদৃশ্য ঘোড়ায় চড়ে তার হাত নাড়ানো সঙ্গিতপ্রেমীদের মনে জায়গা করে নেয়া আলাদাভাবে।

Advertisement

তবে সাইয়ের সেই নাচ-গানকে অন্যমাত্রা নিয়ে যায় সম্ভবত ক্যারবিয়ান ক্রিকেটাররা। ক্যারিবীয়রা এমনিতেই বেশ আমুদে জাতি। প্রতিটা মূহুর্ত উপভোগ করে কাটায় তারা। নাচে-গানে উপভোগ করে জীবনের প্রতিটিক্ষণ। ২২ গজেও তার ব্যতিক্রম দেখা যায় না।

শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠেই ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারিয়ে নিজেদের আরও একবার সেভাবে জাহির করে ক্রিস গেইল-আন্দ্রে রাসেলরা। পাওয়ার হিটিংয়ের রাজা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ফরম্যাটও পাওয়ার হিটিং খেলা। সেই খেলায় প্রথমবার বিশ্বজয়ের পর ক্যারিবিয়ানরা মাতে অন্যরকম উদযাপনে। রীতিমতো বুনো উল্লাসে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তো।

শিরোপা জয় নিশ্চিতের পরই শুরু ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের গ্যাংনাম নৃত্য। একদিকে চলছিল পানি-বিয়ার ছিটাছিটি। অন্যদিকে, গেইল-স্যামুয়েলদের বাহাতি নৃত্য। এরপর ট্রফি হাতে পেয়েই অধিনায়ক ড্যারেন স্যামি যেন চলে গেলেন অন্য জগতে। তবে থামেনি বাকিদের পাগলামি। মাঠের মধ্যে আনন্দে উদ্বেলিত গেইলের পুশ-আপ, এরপর গ্যাংনাম নৃত্য জায়গা তৈরি করে নতুন শিরোনাম।

Advertisement

অথচ ট্রফি জয়ের আনন্দে মাততে কম কাঠখড় পোড়াতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রানাসিংহে প্রেমদাসা স্টেডিয়ামে স্যামি টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে রহস্য স্পিনার অজান্তা মেন্ডিসের ঘূর্ণিতে শুরুতেই বিপদে তারা। পাওয়ার প্লের ৬ ওভারে তুলতে পারে মাত্র ১৪ রান, তাও আবার ২ উইকেট বিসর্জন দিয়। তবে বড় মঞ্চের খেলোয়াড় মারলন স্যামুয়েলস জ্বলে উঠলেন দলের প্রয়োজনে। শুরুর বিপর্যয় কাটিয়ে উইন্ডিজরা ২০ ওভার শেষে ১৩৭ রান তুলতে সক্ষম হয়। এর মধ্যে ৭৮ রানই স্যামুয়েলসের। বাকিদের ব্যর্থতার দিন একাই বুক চিতিয়ে লড়ে তিনি ৫৬ বলে বোধহয় ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেলেন সেদিন।

ওয়েস্ট ইন্ডিজের ছোড়া ছোট লক্ষ্যটা ওই ফাইনালে আর পাড় করা হয়নি লঙ্কানদের। ভালো একটা শুরু পরেও, ব্যাটিং লাইনআপে জয়াবর্ধনে, দিলশান, সাঙ্গাকারা, ম্যাথুজরা থাকা সত্ত্বেও ৭২ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

এরপর আর ঘুরে দাঁড়ানো হয়নি শ্রীলঙ্কার। ১৯তম ওভারে চতুর্থ বলে লাসিথ মালিঙ্গা আউট হতেই জয় ওয়েস্ট ইন্ডিজের, ট্রফি নিশ্চিত স্যামিদের। যেই জয় আর ট্রফি উদযাপন পরে পূর্ণতা পায় আমুদে গেইলসের উদ্যম গ্যাংনাম নৃত্যে।

আইএইচএস/

Advertisement