দেশজুড়ে

বাগেরহাটের ২৪টি ভোটকেন্দ্রের ২৩টি ঝুঁকিপূর্ণ

আসন্ন পৌর নির্বাচনে বাগেরহাটের দুইটি পৌরসভার মোট ২৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, নির্বাচনে বাগেরহাট পৌরসভায় মোট ভোট কেন্দ্র রয়েছে মোট ১৫টি। এর মধ্যে একটি কেন্দ্র বাদে ১৪টি ভোট কেন্দ্রকে ৩০ তারিখের নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়া মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।এ বিষয়ে বাগেরহাটের অতিরুক্ত পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার বিশ্বাস বলেন, ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ২৪টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ করা হয়েছে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮ জন সদস্য নিয়োজিত হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পেশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত ও স্টাইকিং ফোর্স ভোটের দিন মাঠে থাকবে। নিয়ন্ত্রিত করা হবে ভোটের দিনে যান চলাচল।বাগেরহাট পৌরসভার মোট ভোটার ৩৫ হাজার ২০৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭৭৮ জন এবং নারী ভোটার ১৭ হাজার ৪২৫ জন। মোরেলগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৩৪৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৯০ জন এবং নারী ভোটার সাত হাজার ২১৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে, নির্বাচনকে ঘিরে তীব্র শীতকে উপেক্ষা করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। বাগেরহাট ও মোরেলগঞ্জের পৌর এলাকা ছড়িয়ে নির্বাচনের আলোচনা এখন জেলার সর্বত্র। শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

Advertisement