দেশজুড়ে

বিএনপি নেতাদের স্বাক্ষর জাল করে ‘গুজব’ ছড়াচ্ছে প্রতারক চক্র

কেন্দ্রীয় ও জেলা নেতাদের স্বাক্ষর জাল করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের বিজ্ঞপ্তি বানিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে।

Advertisement

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে কয়েকটি আইডি থেকে কমিটি স্থগিত হওয়ার বিষয়ে প্রচার করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের স্বাক্ষর জাল করা প্রেস বিজ্ঞপ্তির তিনটি কপি দেখা যায়।

এ নিয়ে অ্যাডভোকেট আবদুর রহমান সন্ধ্যা ৭টায় জাগো নিউজকে জানান, এটি সম্পূর্ণ ভুয়া ও নেতাদের স্বাক্ষর জালিয়াতি করে একটি কুচক্রী মহল কাজটি করেছে। এ ব্যাপারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাতে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি দলের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি নিয়ে সই জালিয়াতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটা সত্য নয়। নোয়াখালী জেলা বিএনপি কতৃক ঘোষিত কমিটি বহাল আছে।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস