দেশজুড়ে

বাংলাবান্ধায় ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চালু থাকায় পাসপোর্ট-ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন।

Advertisement

ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ যৌথভাবে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। আগামী ১৭ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে বন্দরের কার্যক্রম আবার চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার মাধ্যমে সোমবার থেকে শনিবার বাংলাবান্ধার আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

Advertisement

সফিকুল আলম/ইউএইচ/এমএস