মা ও ছোট ভাইয়ের সঙ্গে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে এসেছে ছয় বছর বয়সী আরোহী দাস কুইন। পূজা দেওয়া শেষে আরোহী জানায়, এবারের পূজায় অনেক মজা করবে সে। ছোট ভাইকে নিয়ে ঘুরতে যাবে। দেবী সরস্বতী ও দুর্গার নিকট প্রার্থনা করবে মহামারি করোনা যেন চলে যায়। স্কুলের পরীক্ষা যেন দিতে পারে সে।
Advertisement
সোমবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৮টায় ঢাকেশ্বরী মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্যদিয়ে ষষ্ঠীর দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সব বয়সীদের মন্দিরে আসতে দেখা যায়।
এসময় ছোট্ট আরোহীর সঙ্গে কথা হয় জাগো নিউজের। আরোহী বলে, মা ও ছোট ভাইয়ের সাথে পূজা দিতে এসেছি। এবারের পূজায় আমরা অনেক মজা করবো। ছোট ভাইকে নিয়ে ঘুরতে যাবো।
কী প্রার্থনা করেছো জানতে চাইলে আরোহী জানায়, দেবী মায়ের কাছে প্রার্থনা করেছি করোনা যেন চলে যায়। পরীক্ষা যেন দিতে পারি। ভালোভাবে যেন পাস করতে পারি।
Advertisement
বাবা-মায়ের সঙ্গে পূজা দিতে এসেছে আরেক শিশু মৌবনী বসাক। কেমন লাগছে জানতে চাইলে মৌবনী জাগো নিউজকে বলে, ভালো লাগছে। এবার দাদুবাড়ি যাবো ঘুরতে। পূজাতে জামা কিনেছি। সাজগোজ করার জন্য জিনিস করেছি।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বাবা-মা ও পরিবারের সঙ্গে পূজা দিতে আসতে দেখা যায় আরও অনেক শিশুকে। বড়দের পাশাপাশি তারাও পূজা দেয় মণ্ডপে।
আরএসএম/বিএ/এএসএম
Advertisement