স্বাস্থ্য

টানা দুইদিন নারীর মৃত্যু চারগুণেরও বেশি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দিনের মতো আজও নারীর মৃত্যু বেশি। টানা দ্বিতীয় দিনের মতো নারীর মৃত্যু পুরুষের তুলনায় চারগুণেরও বেশি।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী ৯ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ছিল ১৪ জন। এদের মধ্যে পুরুষ তিনজন ও নারী ১১ জন।

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) ডা. মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। সোমবার পর্যন্ত সর্বমোট মারা গেছেন ২৭ হাজার ৬৯৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৭৫০ জন ও নারী ৯ হাজার ৪৪৯ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন।

এই সময়ে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্তে মোট ৯৯ লাখ ৭৫ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করা হলো।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ।

Advertisement

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমইউ/বিএ/এএসএম