লাইফস্টাইল

ঝটপট তৈরি করুন বাঁধাকপির পাকোড়া

বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে পাকাড়ো না থাকলে কি চলে! পাকোড়া খেতে সবাই কমবেশি পছন্দ করেন। এর স্বাদ সবাইকে মুগ্ধ করে।

Advertisement

যদিও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা যায় পাকোড়া। বাজারে এখন বাঁধাকপি উঠেছে। চাইলে বাঁধাকপি দিয়েও তৈরি করতে পারেন মচমচে পাকোড়া।

বন্ধু কিংবা পরিবারের সবার সঙ্গে আড্ডার ফাঁকে চায়ের সঙ্গে বাঁধাকপির পাকোড়া হলে মন্দ হয় না। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

Advertisement

১. বাঁধাকপি ৪ কাপ২. বেকিং সোডা ১ চা চামচ৩. আদা বাটা ১ চা চামচ৪. রসুন বাটা ১ টেবিল চামচ৫. জোয়ানের গুঁড়া ১ চা চামচ৬. জিরা গুঁড়া ১ চা চামচ৭. হলুদের গুঁড়া আধা চা চামচ৮. মরিচের গুঁড়া ১ চা চামচ৯. চালের গুঁড়া ৪ টেবিল চামচ১০. বেসন ২ কাপ১১. তেল ১ কাপ১২. কাঁচামরিচ কুচি ১টি১৩. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে নিন। এর সঙ্গে তেল বাদে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। পরিমাণমতো পানি মিশিয়ে নিন। তবে খেয়াল রাখবেন বেশি যেন না হয়ে যায় মিশ্রণটি।

এবার মাঝারি আঁচে প্যানে তেল গরম করুন। পাকোড়ার মিশ্রণ নিয়ে গোল করে বল তৈরি করুন। বলগুলো ডুবো তেলে ভেজে নিন।

Advertisement

এপিঠ-ওপিঠ করে বাদামি করে ভেজে নিন। এভাবে সবগুলো ভেজে একটি পাত্রে টিস্যু রেখে তার উপর নামিয়ে নিন।

এবার গরম গরম পাকোড়া পরিবেশন করুন চাটনি বা টমেটো সসের সঙ্গে। চায়ের সঙ্গে গরম গরম পাকোড়া উপভোগ করুন আড্ডার ফাঁকে ফাঁকে।

জেএমএস/এএসএম