খেলাধুলা

যাদের হাত ফসকে যায় না ছুটে বল

বাজপাখির মত ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরার দৃশ্য এখন অহরহ দেখা যায়। আবার বাজে ফিল্ডিংয়েরও প্রদর্শণী দেখা যায় মাঝে-মধ্যে। যদিও জন্টি রোডসের উত্তরসূরি হিসেবে এবি ডি ভিলিয়ার্স টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিল্ডিং করার ক্ষেত্রে দেখিয়েছেন চরম পরাকাষ্ট্রা।

Advertisement

৩০ ম্যাচ খেলে তিনি ক্যাচ ধরেছেন ২৩টি। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। আবার এক ম্যাচে তিনটি ক্যাচ ধরারও দক্ষতা দেখিয়েছেন তিনি। নিশ্চিতভাবেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শকরা ডি ভিলিয়ার্সকে মিস করবে।

নিম্নে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ ধরা ক্রিকেটারদের তালিকা দেয়া হলো...

খেলোয়াড়

Advertisement

সময়কাল

ম্যাচ

ক্যাচ

সেরা

Advertisement

এবি ডি ভিলিয়ার্স

২০০৭-২০১৬

৩০

২৩

মার্টিন গাপটিল

২০০৯-২০১৬

২১

১৫

ডেভিড ওয়ার্নার

২০০৯-২০১৬

২৩

১৫

ডোয়াইন ব্র্যাভো

২০০৭-২০১৬

২৯

১৫

রস টেলর

২০০৭-২০১৬

২৮

১৪

নাথান ম্যাককালাম

২০০৭-২০১৬

২২

১৩

ড্যারেন স্যামি

২০০৯-২০১৬

২৫

১৩

মাহেলা জয়াবর্ধনে

২০০৭-২০১৪

৩১

১৩

মাইক হাসি

২০০৭-২০১২

২১

১২

রোহিত শর্মা

২০০৭-২০১৬

২৮

১২

শোয়েব মালিক

২০০৭-২০১৬

২৮

১২

তিলকারতেœ দিলশান

২০০৭-২০১৬

৩৫

১২

গেøন ম্যাক্সওয়েল

২০১২-২০১৬

১৩

১১

উমর আকমল

২০১০-২০১৬

২০

১১

সুরেশ রায়না

২০০৯-২০১৬

২৬

১১

ক্রিস গেইল

২০০৭-২০১৬

২৮

১১

রবিন্দ্র জাদেজা

২০০৯-২০১৬

১৭

১০

লুক রাইট

২০০৭-২০১২

২২

১০

আন্দ্রে ফ্লেচার

২০০৯-২০১৬

১১

কেনে উইলিয়ামসন

২০১২-২০১৬

১৩

মাইকেল ক্লার্ক

২০০৭-২০১০

১৪

আলেক্স হেলস

২০১২-২০১৬

১৪

বিরাট কোহলি

২০১২-২০১৬

১৬

গ্রায়েম স্মিথ

২০০৭-২০১০

১৬

কাইরন পোলার্ড

২০০৯-২০১২

১৮

ইয়ন মরগ্যান

২০০৯-২০১৬

২৩

জেপি ডুমিনি

২০০৭-২০১৬

২৫

স্টুয়ার্ট ব্রড

২০০৭-২০১৪

২৬

লাসিথ মালিঙ্গা

২০০৭-২০১৪

৩১

ইউনিস খান

২০০৭-২০০৯

১৪

সুলেমান বেন

২০০৯-২০১৬

১৬

গৌতম গম্ভির

২০০৭-২০১২

২১

মাহমুদউল্লাহ

২০০৭-২০১৬

২২

ডেল স্টেইন

২০০৯-২০১৬

২৩

মোহাম্মদ হাফিজ

২০০৭-২০১৬

২৪

অ্যালবি মর্কেল

২০০৭-২০১৪

২৫

অ্যাঞ্জেলো ম্যাথিউজ

২০০৯-২০১৬

২৯

শহিদ আফ্রিদি

২০০৭-২০১৬

৩৪

ডেভিড মিলার

২০১৪-২০১৬

ডেভিড হাসি

২০০৯-২০১২

১০

পিটার বোরেন

২০০৯-২০১৬

১২

পিটার সিলার

২০০৯-২০১৬

১২

ব্রেন্ডন ম্যাককালাম

২০০৭-২০১৪

২৫

মোহাম্মদ নবি

২০১০-২০১৬

১৪

উইলিয়াম পোর্টারফিল্ড

২০০৯-২০১৬

১৫

পল কলিংউড

২০০৭-২০১০

১৭

সাকিব আল হাসান

২০০৭-২০১৬

২৫

উমর গুল

২০০৭-২০১৪

২৪

শেন ওয়াটসন

২০০৭-২০১৬

২৪

যুবরাজ সিং

২০০৭-২০১৬

৩১

আইএইচএস/