নওগাঁর পোরশায় অভিন্ন পেটের যমজ শিশু মারা গেছে। রোববার (১০ অক্টোবর) বিকেলে ৩টায় উপজেলার সরাইগাছি মোড়ে অবস্থিত ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আহসান হাবিব।
Advertisement
যমজ শিশুটির মা ফিরোজা বেগম ও বাবা জাহাঙ্গীর আলম। তারা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।
গত ২ অক্টোবর ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনে অভিন্ন পেটের যমজ শিশুটির জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে সেদিনই রাজশাহীতে স্থানান্তর করা হয়। কিন্ত আর্থিক সচ্ছলতা না থাকায় বিকেলে শিশুর বাবা আবারও ওই হাসপাতালে ফিরে আসেন।
যমজ শিশুটির মা ফিরোজা বেগম বলেন, তাদের দাম্পত্য জীবনে প্রথম যজম দুই মেয়ে সন্তানের জন্ম হয়। পরম আদর যত্নে তাদের আগলে রেখেছিলাম। আদর করে তাদের নাম রাখা হয়েছিল হালিমা খাতুন ও ফাতেমা খাতুন। কিন্তু আল্লাহ তাদের আর দুনিয়াতে রাখলেন না। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
Advertisement
শিশুটির বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমি পেশায় একজন কৃষক। তবে ব্যয়বহুল জানার পরও আমার সন্তানদের অস্ত্রোপচার করার ইচ্ছা ছিল। কিন্তু তার আগেই তারা না ফেরার দেশে চলে গেলো।
আব্বাস আলী/এসআর/জেআইএম