স্বাস্থ্য

২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু চারগুণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১১ জনই নারী, বাকি তিনজন পুরুষ। এ নিয়ে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৮৮ জনে।

Advertisement

এর আগে গতকাল (৯ অক্টোবর) মারা যাওয়া ২০ জনের ১২ জন পুরুষ ও ৮ জন নারী। তার আগের দিন (৮ অক্টোবর) সাতজনের মৃত্যু হলেও তার চারজনই ছিলেন নারী।

রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে।

Advertisement

সারাদেশের ৮২১টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে একদিনে ১৯ হাজার ৯৫২ জনের নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬টি। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯৯ জন। এ নিয়ে মহামারি থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।

এমইউ/এআরএ/জিকেএস

Advertisement